শিরোনাম

বালুয়াকান্দি ইউনিয়নে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রি বিতরণ

0

আল আমিনঃ  সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের কারনে গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি ইউনিয়নে দিন এনে দিন খাওয়া অসহায় মানুষ গুলোর পাশে দাড়ালেন বালুয়াকান্দি ইউনিয়নের মানবিক নেতা থানা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব শাহ আলম। 

শনিবার  (২৮মার্চ) সকালে ১০ টায় থেকে বালুয়াকান্দি  ইউনিয়নে ৯টি ওয়ার্ডে  ৮শত অসহায়, গরীব পরিবার কে  চাল, ডাল, পিয়াজ, আলু, বিভিন্ন জিনিস পত্র বিতরণ করেন আলহাজ্ব শাহ আলম । এসময় বেকার অবস্থায় খাবার পেয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেক মানুষ।

আলহাজ্ব শাহ আলম  বলেন, মানবিক দিক বিবেচনা করে নিজ অর্থায়নে এগুলো বিতরণ করেছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ   আহমেদ ফরাজী, মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য নাজমুল, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ মেম্বার,বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব সহ অন্যান্যরা।    বড় বালুয়াকান্দি চকের পাড়া গ্রামের আলহাজ্ব ফারজানা আলম নিকুঞ্জে উপস্থিত  থেকে ত্রাণ কার্যক্রম শুরু  করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম। ত্রাণ কার্যক্রম শেষে মোঃ শাহ আলম বলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের কথায় অনুপ্রাণিত হয়ে আমার ইউনিয়নের সাত থেকে আটশ পরিবারের ঘরে  সামান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং সমাজে যারা বিত্তবান আছেন তাদের প্রতি আহবান করছি সবাই এই কার্যক্রম পরিচালনা করার জন্য।

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.