শিরোনাম

বাল্বহেডে চাঁদা তুলতে গিয়ে পিটুনীতে চাঁদাবাজ মামুন নিহত

0
নিজস্ব প্রতিনিধি # মুন্সিগঞ্জের গজারিয়ায় সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে শ্রমিকদের মারধরে মামুন বেপারী(৩u) নামের এক চাঁদাবাজ নিহত হয়েছে। শনিবার দুপুরে মেঘনা নদীর উত্তরমতলব সিধারচর এলাকায় এঘটনায় ঘটে। নিহত মামুন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া দক্ষিন জামালপুর গ্রামের মোহাম্মদ আলির ছেলে। সে একজন নদীতে চিহ্নিত চাঁদাবাজ বলে জানিয়েছে নৌপুলিশ।
চাঁদপুরের বেলতলী নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, দুপুরের মেঘনা নদীতে ট্রলারযোগ মামুন সহ চাঁদাবাজরা বাল্কহেডে চাঁদা তুলতে যায়। এসময় একটি বাল্কহেড শ্রমিকদের সাথে তাদের মারামারি হলে মামুন মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরে তার সাথের লোকজন তাকে গুরত্বর আহত অবস্থায় চিকিৎসার জন্য গজারিয়া স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু।বাল্কহেডটি আটক করা হয়।
তবে তার স্বজনদের দাবি দির্ঘদিন প্রবাস জীবন যাপন করে কয়েক মাস হল দেশে আসছে পাওনা টাকা চাইতে গিয়ে তাকে হত্যা করেছে ।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহিছ উদ্দিন জানান, লাশ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জের সদরে পাঠানো হয়েছে, তবে ঘটনাটি চাঁদপুরের উত্তর মতলব এলাকায় পরেছে মামলাটি মতলব থানায় হবে। গজারিয়া থানা মরদেহের সুরতহাল বিষয়টি সম্পন্ন করবে
Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.