শিরোনাম

গজারিয়ায় বাসার সভাপতি,মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত

গজারিয়ায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

0
 এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়ায় শুক্রবার বিকালে মেঘনা ভিলেজ পার্ক মাঠে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির গজারিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ এনায়েত উল্লাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ফয়জুন্নেসা, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম সহ অনেকে।আলোচনা সভার শেষে উপজেলার প্রধান শিক্ষক সহকারি শিক্ষক ও কেন্দ্রীয় নেতাদের সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে একেএম বাসার সভাপতি, মোয়াজ্জেম হোসেন মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন ।পরবর্তীতে তিন বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট গজারিয়া উপজেলা শাখা কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত হয়।
Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.