শিরোনাম

‘বিগ বস’ বিজয়ী আবার বিগ বসে

0

‘বিগ বস ১১’ আয়োজনে জয়ী হয়েছিলেন শিল্পা শিন্দে। জানা গেছে, এবার ‘বিগ বস ১২’ আয়োজনেও যুক্ত হচ্ছেন তিনি। তবে এবার তিনি অতিথি প্রতিযোগী। কিছুদিন তাঁকে থাকতে হবে ‘বিগ বস’ বাড়িতে, অন্য প্রতিযোগীদের সঙ্গে। ‘নির্মাতারা এবার শোটিকে আরও রোমাঞ্চকর করতে চান।’ ইন্ডিয়ান এক্সপ্রেসকে তেমনটাই জানিয়েছেন বিতর্কিত এই রিয়েলিটি শোর সঙ্গে যুক্ত একটি সূত্র। এই সংবাদমাধ্যম আরও জানিয়েছে, এরই মধ্যে মারাঠি ‘বিগ বস’ আয়োজনের বিজয়ী মেঘা ধাড়ে ‘ওয়াইল্ড কার্ড’ হিসেবে হিন্দি ‘বিগ বস ১২’তে যুক্ত হয়েছেন। এরপর অনুষ্ঠানটির নির্মাতারা এই শোর গত সিজনের বিজয়ীকেও যুক্ত করার পরিকল্পনা করেন। সবার ধারণা, শিল্পা শিন্দে ‘বিগ বস’ বাড়িতে ঢোকার পর এই শোর বিনোদনের মাত্রা আরও বাড়বে।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.