শিরোনাম

ভবেরচর-গজারিয়া মহাসড়কের পাশের খালে বিনানুমোতিতে অটো চালকদের স্থাপনা নির্মান

0

অহিদুল ইসলাম রনি(মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট)#  ভবেরচর-গজারিয়া, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের খালে যাত্রী ছাউনী নামে অটো চালকদের স্থাপনা নির্মানের চেষ্টা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবেরচর-গজারিয়া মহাসড়কের পাশের খালে মাটি ভরাট করে অটো মিশুক এর ষ্ট্যাড রয়েছে। ভবেরচর-গজারিয়া এই রোডে মোট ১৫০টি অটো রিস্কা চলাচল করে। অটো চালকরা জানান, স্ট্যান্ড আছে কিন্তু যাত্রী ছাউনি নেই তাই তারা যাত্রী ছাউনি করতে কারো অনুমোতি না নিয়ে অস্থায়ী স্থাপনা নির্মান করে। অটো চালক কামাল পারভেজ, আবু তালেব জানান, আমরা অনুমোতি না নিয়েই এখানে স্থাপনা নির্মান করেছি যা ঠিক হয়নি সড়ক ও জনপথ বিভাগের এবং উপজেলা প্রশাসনের অনুমোতি নিয়ে স্থাপনা নির্মান করার দরকার ছিলো। মানুষের দূর্ভোগ কমাতে এই যাত্রী ছাউনি নির্মানের উদ্যোগ নিয়েছিলাম কিন্তু ভূ’মি অফিসের লোক জনের উপস্থিততে কতিপয় লোকজন আমাদের অর্ধ নির্মিত স্থাপনাটি ভেঙ্গে ফেলেছে। নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক শ্রমিক নেতা বলেন সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ভবেরচর বাস ষ্ট্যান্ডের রাস্তার দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু একটি মহল অটো স্ট্যান্ড নামে ছাত্রী ছাউনি করতে অবৈধ ভাবে স্থাপনা নির্মান করে। অটো চালকরা জানান সড়ক ও জনপথের অনুমোতি নিয়ে ষ্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মান করার ব্যাপারে নতুন করে উদ্যোগ নেওয়া হবে। এব্যাপারে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন জানান, খালের পাশে অবৈধভাবে যাত্রী ছাউনি নামে স্থাপনা নির্মান করা হচ্ছে বিষয়টি আমরা অবগত আছি এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, গজারিয়া থানাসহ সংশ্লিষ্টদের জাননো হয়েছে খুব শীগ্রই অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হবে।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.