শিরোনাম

ভারত থেকে ফিরে গজারিয়ার সাংবাদিক জুয়েল হোম কোয়ারান্টিনে

0

নিজস্ব প্রতিবেদক (মুন্সিগঞ্জ নিউজ 24.net)# মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বাসিন্দা মুন্সিগঞ্জ নিউজ 24 ডট নেটের যুগ্ন বার্তা সম্পাদক দৈনিক রজতরেখার গজারিয়া প্রতিনিধি, দৈনিক আজকালের গজারিয়া প্রতিনিধি, ক্রাইম ভিশন স্টাফ রিপোর্টার সাংবাদিক জুয়েল দেওয়ান গত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ ভারতে যান মার্চ মাসের 21 তারিখ দেশে ফিরে হোম কোয়ারান্টিনে আছেন সাংবাদিক জুয়েল দেওয়ান। মুঠোফোনে জুয়েল দেওয়ান এর সাথে কথা হলে সে আমাদেরকে জানান তিনি জ্বর ঠান্ডা শ্বাসের কোন সমস্যা নেই এবং সুস্থ আছেন।গজারিয়ার সকল জনগণ এবং মিডিয়া ব্যক্তিত্বের কাছে  দোয়া চেয়েছেন সাংবাদিক জুয়েল।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.