অব্যাহত… ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট
যাত্রী ও চালকদের চরম ভোগান্তি
এস এম নাসির উদ্দিন ## ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে পঞ্চম দিনে ও তীব্র যানজট অব্যাহত রয়েছে ।দেশের বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ এ মহাসড়কের গোমতী সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রায় ১৩ কি. মি. অংশজুড়ে যানজট তীব্র আকার ধারণ করেছে। এতে যাত্রী ও চালকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।
গত শুক্রবার (১৮অক্টোবর) সন্ধ্যা থেকে মহাসড়কের গজারিয়া অংশে এ যানজটের সৃষ্টি হয়। টানা পঞ্চম দিনেও মঙ্গলবার (২২অক্টোবর) সকাল সাড়ে 11টা পর্যন্ত গজারিয়া অংশে তীব্র যানজট দেখা যায়।
ভবেরচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মেঘনা ব্রিজের একপাশ বন্ধ করে কাজ করা হচ্ছে। তাই শুধু একলেন দিয়ে যান চলাচল করছে। এক লেন দিয়ে যান চলাচলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। শুক্রবার সন্ধ্যা থেকে মেঘনা সেতুর উভয় পাশে এই যানজট ছড়িয়ে পড়ে।ব্যস্ততম মহাসড়ক হওয়ায় যানবাহনের অত্যাধিক চাপ থাকায় যানজট নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংস্কার কাজ শেষ হলে আগামী সপ্তাহ থেকে মহাসড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানা যায় ।