শিরোনাম

মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পদক পেলেন শ্রমিক নেতা আবুল কাসেম

0

মাসুদ রানা (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) : শ্রমিক রাজনীতিতে গৌরবময় অবদান ও কীর্তর স্বীকৃতি স্বরুপ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পদক পেলেন জাতীয় শ্রমিক লীগের শিল্পায়ন আঞ্চলিক শাখা মুন্সীগঞ্জের সভাপতি মো. আবুল কাসেম । স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলা কাব্য সাহিত্য নতুন ধারার প্রবর্তণে মাইকেল মধুসূদন দত্তের অবদান শীর্ষক আলোচনা,কবিতা পাঠ,গুণীজন সম্বর্ধনা ও কন্ঠশিল্পী ওস্তাদ সৈয়দ মোতালেব এর সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম.নাজিম উদ্দিন আল আজাদ এই পদক তুলে দেন  জাতীয় শ্রমিক লীগের শিল্পায়ন আঞ্চলিক শাখা মুন্সীগঞ্জের সভাপতি মো. আবুল কাসেমের হাতে। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ভাষা সৈনিক মঞ্জরুল হক শিকদার। সভায় সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান  সৈয়দ মার্গুব মোর্শেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন এর সভাপতি লায়ন এ্যাড.মোঃ রবিউল হোসেন রবি,সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ রাজু।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.