মিরকাদিমের পৌর এলাকার উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছি — মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শহীন
মাসুদ রানা (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) : মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর সভার মেয়র শহিদুল ইসলাম শহীন বলেছেন মিরকাদিমের পৌর এলাকার উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছি। সবার সহযোগীতায় উন্নয়ন মূলক কাজ এগিয়ে যাবে তাই সাবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। দীর্ঘ বছর ধরে মেয়র হিসাবে এলাকার জনগনের উন্নয়নে কাজ করছি আগামীতেও করব। মেয়র ছাত্র ছাত্রীদের উদ্দেশে বলেন যারা মেধাবী তারাই একদিন দেশের নেতৃত্ব দিবে তাই সবার লেখা পড়ায় আরো মনোযোগী হতে হবে । লেখাপড়া করে যে, পিতা মাতার সেবা করে সে। এই পৌর এলাকায় শিক্ষার মান উন্নয়নে কাজ করা হচ্ছে । গতকাল বৃহস্পতিবার দুপুরে রিকাবি বাজার বালিকা বিদ্যালয়ের মাঠে মিরকাদিম পৌর এলাকার রিকাবী বাজার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন। রিকাবী বাজার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মরিয়ম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর এলাকার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আশফাকুজ্জামান, কচি কাকলি কিন্ডার গার্টেন এর সদস্য মাসুদ ফকরী খোকন, মহিলা কাউন্সিলর সানোয়ারা বেগম প্রমূখ । রিকাবীবাজার ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে মধ্যে ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় কেউবা পাহাড়ি বালিকা, কেউবা বাংলার বধূ, কেউবা সেজেছে বেদের মেয়ে জোৎস্না। ছোট ছোট শিক্ষার্থীদের নানা ধরনের সাজ দেখে বিমুগ্ধ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী আয়েশা ছিদ্দিকা পারুল বালক বালিকাদের ২৪ টা ইভেন্টের খেলার মধ্যে,বিভিন্ন মিটারের দৌড়, মার্বেল দৌড়, অংক দৌড়, ক্রিকেট বল নিক্ষেপ, দীর্ঘ লম্ফ ছিলো উল্লেখ করার মতো। শিক্ষার্থীদের বাইরেও চলে, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের নানা ধাচের খেলা। অতিথিগন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।