মীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিকক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # বিশিষ্ট শিক্ষা অনুরাগী, জনপ্রতিনিধি, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও কোমলমতি ছাত্র-ছাত্রীদের কে নিয়ে মনোরম ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মিরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মানবাধিকার কর্মী বৈদ্যারগাঁও হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি
মোঃ আজিম উদ্দিন সভাপতিত্ব করেন আব্দুর রউফ মাস্টার, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সালাউদ্দিন মাস্টার, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান খান, সাবেক চেয়ারম্যান টেঙ্গারচর ইউনিয়ন পরিষদ।
পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ শামসুদ্দিন আহমদ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র ছাত্রী সহ অভিভাবকবৃন্দ।