শিরোনাম

মুন্সিগঞ্জের গজারিয়ায় যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন করলো

গ্রামবাসীর ঝাড়ু মিছিল. 

0

নিজস্ব প্রতিবেদক (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার ,বালু কাটা মহালকে  কেন্দ্র করে টেংগারচর ইউনিয়ন বৈদ্যারগাও গ্রামে বুধবার আগষ্ট দুপুরে আওয়ামী লীগ নেতা জেলা যুবলীগ সভাপতি শাজাহান খান গং এবং আজীম উদ্দিন গং দুই পক্ষের সমর্থকদের মাঝে শাজাহান খান গংদের চাঁদ চাওয়া ককেন্দ্র করে যুবক রোবেল (২৭) এর হাত কেটে ফেলেছে। 

আহত রোবেল বৈদ্যারগাও গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে রোবেল কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহত রোবেলের ভাই সেলিম জানান জেলা যুবলীগ সভাপতি শাজাহান খানের নির্দেশনায় বুধবার দুপুরে মিরেরগাও গ্রাম সংলগ্ন বালু মহল থেকে বাড়ি আসার সময় রাকিব রোবেল কে জেলা যুবলীগ সভাপতি শাজাহান খান গংদের সন্ত্রাসী চক্র ফজলুল করিম, জামান খান, মাসুম, আল আমিন, তানজিল,মাহিন খান সহ ১০ থেকে ১৫ জনের একটি গ্রূপ হামলা চালিয়েছে। হামলাকারিরা আমার ভাই রোবেলের হাত কেটে আনন্দ মিছিল করেছে। মিছিলে ছোলায়মান মোবাইল করে শাজাহান খান কে নিশ্চিত করে যে রোবেলের হাত কেটে নিয়ে এসেছি রোবেল মৃত্যুর সাথে লড়াই করছে। আহত কবির চিকিৎসাধীন হাসপাতালে আছে। হামলাকারীরাদের গ্রেফতার বিচারের দাবীতে ঝারু মিছিল করেছে ভুক্তভোগী পরিবার এলাকারবাসী। গজারিয়া থানা ওসি তদন্ত মামুনুর রশিদ জানান জেলা যুবলীগ সভাপতি শাজাহান খানের ভাতিজা জামানের নেতৃত্বে বালু কাটা কেন্দ্র করে আজিম সমর্থক রোবেলের হাত কেটে নিয়েছে কতিপয় দূর্বৃত্তরা। আহতকে সাথে সাথে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাত উদ্ধার চেষ্টা সহ গ্রেফতার অভিযান অব্যাহত আছে  

এদিকে রুবেলের বাম হাত থেকে কব্জি বিচ্ছিন্ন খবর মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান খানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে।

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.