মুন্সিগঞ্জে যুবদলের কর্মী-সভা
জাকির দর্জিঃ মুন্সীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের, ঢাকা বিভাগীয়,প্রতিনিধি দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় শহরের পৌর মার্কেটের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি সুলতান সভাপতিত্বে প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন নান্নু।
সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লার সঞ্চালনায় ,
উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সভাপতি মজিবুর রহমান,কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শাহ্ আলম চৌধুরী,বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ,জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার হোসেন বাবুল,সদর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন পুস্তি,সাধারণ সম্পাদক সামসুল হক সরকার
,সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান, সহ সভাপতি মুহাম্মদ মাসুদ রানা৷ যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন সুমন , সাংগঠনিক সম্পাদক ইয়াসিন সুমন, শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ শাহীন মিয়া, শহর যুবদলের সভাপতি এনামুল হাক,সাধারন সম্পাদক বুরজাহান, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার প্রমুখ। এসময় কেন্দ্রীয় নেতারা যুবদলের জেলা ও উপজেলার নেতাকর্মীদের বিভিন্ন পরামর্শ মূলক দিক নির্দেশনা দেন।