মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, এসআই, এএসআই নির্বাচিত
এস এম নাসির উদ্দিন(মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম অদ্য-১৬/0১/২০২৩ খ্রিঃ গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, গজারিয়া থানা, এসআই/ তুষার, এএসআই/ ওমর ফারুক, কং/ আবু বাকার সিদ্দিক, কং/ শ্রী রাধা রমন রাজবংশী বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ডিসেম্বর/২২ মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই, শ্রেষ্ঠ কনস্টবল হিসেবে নির্বাচিত করেছেন ।