- নিজস্ব প্রতিবেদক ( মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) ঃ মুন্সিগঞ্জ ডিবি পুলিশের এ যাবৎকালের সবচেয়ে বড় সফল অভিযানে (৫৪৫) পাঁচ শত পয়তাল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট ,একটি বিদেশি নাইন এমএম পিস্তল ,তিনটি পিস্তলের ম্যাগজিন, ০৫ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি ,তিন রাউন্ড কার্তুজ সহ ০৪ জনকে আটক করা হয়েছে। মুন্সীগঞ্জ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথকভাবে চারটি অভিযান পরিচালনা করে এই সমস্ত মালামাল উদ্ধার করেন ।
এই ব্যাপারে মুন্সীগঞ্জের সদর থানাযএবং সিরাজদিখান থানায় একটি আলাদা আলাদা মোট চারটি মামলা রুজু করা হয়েছে ।এযাবত কালের মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীর সবচাইতে বড় উদ্ধার বলে জানা যায় ।ডিবি পুলিশের একটি টিম এসআই সালাম,এসআই রেজাউল, এসআই ফয়সাল, এএস আই মাসুদ রানার নেতৃত্বে সন্ধ্যা ০৬.২০ মিনিটের সময় মুন্সীগঞ্জের সদর থানাধীন আটপাড়া সাকিনের জাহাঙ্গীরের বাড়ির পাশে রাস্তার ওপর থেকে১/ মোঃ পলাশ বেপারী (৩৩) পিতা নূর হোসেন বেপারী সাং বজ্রযোগিনী ধামদপুহিত পাড়া থানা মুন্সীগঞ্জ জেলা মুন্সীগঞ্জ এবং ২/মোঃ পলাশ শেখ (৩৫)পিতা আব্দুস সালাম শেখ, গ্রাম সোনারং দেউলবাড়ী থানা টঙ্গীবাড়ী দের ৪৫পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আসামিরা বেশ কয়েকজন মাদক বিক্রেতার নাম প্রকাশ করে ইতিপূর্বে বিভিন্ন আসামিদের প্রকাশিত নামের মধ্যে থেকে ধৃত আসামিদের তথ্যমতে রাত্র ২২.২৫ ঘটিকার সময় মুন্সিগঞ্জের ডিবি পুলিশ এসআই সালাম, এসআই রেজাউল এর নেতৃত্বে মুন্সিগঞ্জ সদর থানার পূর্ব দেওসার গ্রামের ধলাগাও বাজারের উত্তর মাথায় আখি সিনেমার সামনে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৩/ মোঃ সোহেল মোল্লা (৩১) পিতা আব্দুস সালাম মোল্লা সাং পশ্চিম দেওসার থানা ও জেলা মুন্সিগঞ্জকে (৪০০) চারশত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে এই ব্যাপারে মুন্সীগঞ্জে থানায় পৃথক পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে সিরাজদিখান থানার মালখানগর সাকিনের মালখানগর চৌরাস্তায় ঋত্বিক সেলুনের সামনে অভিযান পরিচালনা করিয়া এসআই সালাম, এসআই রেজাউল ও এসআই মাসুদ এসআই ৪/মোঃ রুবেল শেখ (৩২) পিতা সানাউল্লাহ শেখ গ্রাম দক্ষিণ মালবদিয়া পোস্ট অফিস মধ্য পাড়া থানাঃ সিরাজদিখান জেলাঃ মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জকে1১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে ।এই ব্যাপারে আসামি রুবেলের বিরুদ্ধে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে চতুর্থ অভিযানে পূর্বের মামলায় ধৃত পলাশ বেপারীর স্বীকারোক্তি মোতাবেক তার দেওয়া তথ্যমতে পলাশ বেপারী নিজের বাড়ির বসতঘরের সোবার খাটের বিছনারনিচ থেকে একটি কালো ব্যাগ এর মধ্য থেকে একটি বিদেশী নাইন এমএম পিস্তল ,০৩ রাউন্ড কার্তুজ ,০৫ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি এবং তিনটি খালি ম্যাগজিন আটক করে। নেয়া এই নিয়ে মুন্সীগঞ্জে ডিবি পুলিশ ৫৯বিস্তারিত সন্ধ্যা থেকে 69 20 তারিখ রাত্র একটা 15 মিনিটের পর্যন্ত সর্বমোট চারটা অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জে থানায় তিনটি এবং সিরাজদিখান থানায় একটি সহ মোট চারটি মামলা রুজু করেন ।মুন্সিগঞ্জ ডিবি পুলিশের অভিযান অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কোন অস্ত্রধারী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাত থেকে ফস্কে যাওয়ার কথা চিন্তাও করতে পারবে না ।আমরা দল-মত নির্বিশেষেযারা অপরাধী তাদের কে অপরাধীর বিবেচনায় এনে অভিযান পরিচালনা করি ।মুন্সিগঞ্জ ডিবি পুলিশের সরাসরি দিকনির্দেশনা প্রদান করেন মুন্সিগঞ্জ জেলা পুলিশের কর্ণধার আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক পুলিশ সুপার জনাব আব্দুল মোমেন পিপিএম ।মুন্সীগঞ্জের ডিবি পুলিশের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহফুজ আফজাল। মুন্সিগঞ্জের ডিবি পুলিশের সকল সদস্য এই মহামারী করনার ভেতর অবিরাম সততা ও নিষ্ঠার সাথে মাদক নির্মূল সন্ত্রাসী গ্রেফতার অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে যাচ্ছে। মুন্সিগঞ্জ বাসি সকল শ্রেণী-পেশার মানুষ যদি অস্ত্রধারী সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন এবং জেলা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করেন তাহলে এই মুন্সীগঞ্জে শহরকে আরো সুন্দর একটি মাদক মুক্ত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব বলে আমি মনে করি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি বাস যোগ্য সমাজ উপহার দিতে হলে সকল শ্রেণী-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে না শব্দ উচ্চারণ করতে হবে।
- 0:20 / 0:21