মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই ভাইয়ের ঘরে ২০ বস্তা সরকারি চাউল পাওয়া গেছে!!
নিজস্ব প্রতিবেদক (মুন্সিগঞ্জ নিউজ ২৪ ডট নেট)ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় অাজ রবিবার ৩টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের অন্তরর্গত উপজেলা পরিষদের উত্তর পূর্ব দিকে সীমানা থেকে ২০ গজ দূরে ইসমাইল বেপারী ২ ছেলে আবুল হোসেন (৪৭) এবং আবুল কালামের(৪৪) ঘরে ১০ বস্তা করে মোট ২০ বস্তা সরকারি চাল পাওয়া গেছে। আবুল কালাম মুন্সিগঞ্জ নিউজ 24 ডট নেটকে জানান তারা দুই ভাই সোনারগাঁ উপজেলার ফ্রেশ কোম্পানিতে চাকরি করে। ফ্রেশ কোম্পানির আনসারদের কাছ থেকে ২০ বস্তা চাল ক্রয় করে। তারা প্রতি বস্তা চাউলের দাম দিয়েছে ৮ শত টাকা। প্রতিটি বস্তার গায়ে লিখা আছে শেখ হাসিনার বাংলাদেশ, খুদা হবে নিরুদ্দেশ, খাদ্য অধিদপ্তর, নেট ওজন ৩০ কেজি। তারা চাউল গুলি বস্তা থেকে খুলে ড্রামে ভর্তি করে ফেলে। বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহি অফিসারের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাহেবকে পাঠানো হয়েছে তারা তদন্তপূর্বক ব্যবস্থা নিবে। সংবাদটি আপলোড হওয়ার পর রাত ৮.৩০টার দিকে গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেটকে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং অভিযুক্ত আবুল কালাম কে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ফ্রেশ কোম্পানিতে গিয়েছেন অানসারদের সাথে কথা বলেছেন এবং যাচাই-বাছাই করে তদন্ত পূর্বক দেখেছেন অভিযুক্ত আবুল কালাম এবং আবুল হোসেন আনসারদের কাছ থেকে ২০ বস্তা চাউল ক্রয় করেছে সেটা সঠিক। তারা গেট পাস নিয়ে চাউল গুলো তাদের বাড়িতে এনেছেন।