সাব্বির হোসেন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) :মুন্সীগঞ্জের গজারিয়ায় স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ব ধর্ষণের ঘটনায় দোষীদের বিচারের দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছে গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির উঠান থেকে অষ্টম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রীকে তুলে নিয়ে আকাশ ও সালাউদ্দিন নামে দুই বখাটে।তারা ঐ স্কুল ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণ করে । পরের দিন মামলা করা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাখির মোড় এলাকায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকার সচেতন মহল ও প্রতিবাদী ছাত্র ছাত্রী সমাজ। সোমবার বিকেল তিনটায় এলাকাবাসীর উদ্যোগে পাখির মোড় এলাকায় আধাঘণ্টাব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে এই কর্মসূচি পালন করেছে এলাকার বিভিন্ন সচেতন মহল। পরে গজারিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের পরামর্শে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ছেড়ে দিয়ে পাশে অবস্থান নিয়েছেন প্রতিবাদী নারী পুরুষ। প্রতিবাদকারীদের দাবি আসামি সালাউদ্দিন ও সাগর কে অনতিবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে তাদের এই কর্মসূচি পালিত ।