মুন্সীগঞ্জের গজারিয়ায় তিন কন্যা সন্তান প্রসব মা সুস্থ
প্রাইম জেনারেল হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডট নেট) #মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন প্রাইম জেনারেল হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানান, রাসিদা আলী হোসেন দম্পতির প্রথম সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে হওয়াতে এবং রাসিদা বেগমের পেট একটু বেশী ফুলা দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করিয়ে তিন জন বাচ্চা দেখতে পান পরে রোগীকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের পরামর্শ দেন। রোগী এতে সম্মতি দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ অস্ত্রোপচারের ব্যবস্থা করেন। অপারেশন টীমের দায়িত্বে ছিলেন ডাঃ ফৌজিয়া জামান ও ডাঃ সম্পৃক্তা জামান নূর এবং এনেসথেসিয়ায় ছিলেন ডাঃ আনিসুর রহমান। সফলভাবে অপারেশনের পর রাশিদা বেগম তিনটি কন্যাসন্তান জন্ম দিয়েছেন। ডাক্তার জানিয়েছেন মা ও শিশু কন্যারা সুস্থ আছে। এই কারণে প্রাইম হাসপাতাল কর্তৃপক্ষ খুশিতে মিষ্টি বিতরণ করেন।এ প্রসংগে হাসপাতালের নির্বাহী পরিচালক আক্তারুজ্জামান সিকদার মুন্সীগঞ্জ নিউজ 24.net কে জানান এই রোগীর আজীবন ফ্রী ডাক্তারসেবা করবেন।