শিরোনাম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৭ কেজি গাঁজাসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার

0

এস এম নাসির উদ্দিন(মুন্সীগঞ্জ নিউজ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়ার চরবাউশিয়া মধ্যম কান্দি  গ্রামে   অদ্য ০৮/১২/২০২২ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম  সহ সঙ্গীয় অফিসারগণ   সকাল ০৮: ০৫ ঘটিকা হইতে ০৯:১০ ঘটিকায় পর্যন্ত অভিযান পরিচালনা করিয়া  অভিযুক্ত আসামীত্রয় (১)মোঃ মোকলেছুর রহমান (৪০) পিং রুকুন উদ্দিন ও তার মা (২) মোসাঃ পিয়ারা বেগম ( ৫৮) স্বামী মোঃ রুকুন উদ্দিন এবং (৩) মোসাঃ রিনা বেগম (৩০)স্বামীঃ মোঃ সুমন সরকার সর্ব সাং চর বাউশিয়া মধ্যমকান্দি থানাঃ গজারিয়া জেলাঃ মুন্সীগন্জ্ঞ কে গ্রেপ্তার করিয়া  এদের দখল হইতে ০৭(সাত) কেজি গাঁজা উদ্ধার করে।রিপোর্ট লেখা পর্যন্ত  আসামীদের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.