মুন্সীগঞ্জের গজারিয়ায় ৭৪ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত।
BHRC বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখা
মোঃ শাকিল প্রধান,ষ্টাফ রিপোর্টোরঃ- সবার জন্য মর্যাদা,স্বাধীনতা,এবং ন্যায়বিচার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশন কতৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সীগঞ্জ আঞ্চলিক শাখা ও গজারিয়া উপজেলা শাখার
উদ্যোগে গজারিয়া উপজেলার ভবেরচরে বাস ষ্টান্ডে মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে ৭৪ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
১০ ই ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ ও বি এইচ আর সির জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মুন্সীগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল সার্ভিসেস এন্ড ম্যানেজমেন্ট এর পরিচালক অধ্যাপক ডাঃ মাজহারুল হক তপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক গজারিয়া উপজেলা আওয়ামী লীগ, গজারিয়া উপজেলা শাখার সাঃ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া মোল্লা, নির্বাহী সভাপতি, মুন্সীগঞ্জ আঞ্চলিক কমিটি, এস এম নাসির উদ্দিন,সাধারন সম্পাদক মুন্সীগঞ্জ আঞ্চলিক কমিটি। এছাড়াও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান চেয়ারম্যান, নির্বাহী সভাপতি মুহাম্মদ আজীমউদ্দিন ফরাজী, যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক শাকিল প্রধান,
ফরিদা ইয়াসমিন মহিলা ইউনিটের সভাপতি। ফাতেমা আক্তার, সাধারন সম্পাদক মহিলা ইউনিট, সহ ইউনিয়ন কমিটির সভাপতি ও বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখার নির্বাহী সদস্য হান্নান খান, নাসিমা খানম, জয়নব বেগম, হারুন-অর-রশিদ (হারুন মোল্লা) , বাংলাদেশ মানবাধিকার কমিশন ভবের চর ইউনিয়ন শাখার সভাপতি এইচ এম খোরশেদ আলম,সাধারণ সম্পাদক মোবারক হোসেন, নির্বাহী সভাপতি আরশাদ আলী, বাউশিয়া ইউনিয়নের সভাপতি আব্দুল বাতেন, গুয়াগাছিয়া ইউনিয়নের সভাপতি সুমন কাউসার , মুরাদ হাসান সহ বিভিন্ন মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা মানবাধিকার সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবেকাজ করার আহ্বান জানান এবং অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকে সকল ধরনের আইনি সহায়তা দেওয়ার জন্য মানবাধিকার কর্মীদের প্রতি আহ্বান জানান।