মুন্সীগঞ্জের গজারিয়ায় হোগলাকান্দি ১১৪০পিস ইয়াবা উদ্ধার
অহিদুল ইসলাম রনি( মুন্সীগঞ্জ নিউ)#মুন্সীগঞ্জের গজারিয়ায় অদ্য ০৫/০১/২০২৩ ইং তারিখ গোপন সংবাদ মোতাবেক সময় সকাল ০৭:৩০ ঘটিকা হইতে ১২:২০ ঘটিকা পযর্ন্ত মুন্সীগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ও সঙ্গীয় অফিসারগণ অভিযান পরিচালনা করে গজারিয়া থানাধীন হোগলাকান্দি বাঘবাড়ি গ্রামস্থ অভিযুক্ত আসামী মোঃ মিজানুর রহমান (৩৮) পিং মোঃ মোকশেদ আলী বাঘ সাং হোগলাকান্দি বাঘবাড়ী এর দখল হইতে ১১৪০(এক হাজার একশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক গজারিয়া থানায় নিয়মিত মামলা দায়েরর প্রস্তুতি চলছে ৷