মুন্সীগঞ্জের গজারিয়ায় নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ২৪.ডট নেট) ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালন করেন গজারিয়া উপজেলা প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন, গজারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা ছাত্রলীগ। নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুন্সিগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, গজারিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ অঞ্চলের প্রধান উপদেষ্টা রেফায়েত উল্লাহ খান, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের রক্তসঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ অঞ্চলের সভাপতি অধ্যাপক ডাক্তার মাজহারুল হক তপন, বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু ভবেরচর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাঈদ মোহাম্মদ লিটন বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল, গুয়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন গজারিয়া উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফরিদা ইয়াসমিন বাংলাদেশ মানবাধিকার কমিশন গজারিয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন ফরাজী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাম্মেল, সাধারণ সম্পাদক সারওয়ার উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান সরকার সাবেক ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সাগর উপজেলার সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলার ১১ টি পয়েন্টে অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন