মুন্সীগঞ্জের গজারিয়ায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডট নেট) ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ বিশ্ব মাদার অফ হিউম্যানিটি মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আশুতোষ কুমার সাহার সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতীক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়াঅন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী ,হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী খোকন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আজিজুল হক পার্থ সহ অনেকে।