শিরোনাম

মুন্সীগঞ্জের গজারিয়া আকিজ ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যু

0

এস এম  নাসির উদ্দিন মুন্সিগঞ্জ নিউজ ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় আকিজ ইস্পাত লি:(সাবেক ম্যাগনিয়াম ষ্টীল লি:)কর্মরত শ্রমিক শাহিন এর সকাল ১০ টার দিকে মৃত্যু হয়েছে। মৃত্যু শ্রমিক শাহিন গজারিয়া উপজেলার পুরান গ্রামের আব্দুল বারেক দেওয়ানের পুত্র।বিভিন্ন সূত্রে জানা যায় ক্রেন থেকে রডের বান্ডিল পড়ে শ্রমিক শাহিনের মৃত্যু হয়।রিপোর্ট লেখা পর্যন্ত গজারিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.