মুন্সীগঞ্জের গজারিয়া মাহফুজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
গজারিয়া মাহফুজুল হক ফাউন্ডেশন
এসএম নাসির উদ্দিন মুন্সিগঞ্জ নিউজ # মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নের নেয়ামত শুকরিয়া শপিং কমপ্লেস্কের সামনে ১৯ এপ্রিল বুধবার মাহফুজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পরে গাঙ গল্প আইসল্যান্ড রেস্টুরেন্টে রাজনৈতিক ব্যক্তিবর্গ সুশীল সমাজ মুক্তিযোদ্ধা গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার সমন্বয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হোসেন্দী ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মনিরুল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিনাল কান্তি দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার দুইবারের চেয়ারম্যান এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখার প্রধান উপদেষ্টা রেফায়েত উল্লাহ খান তোতা সিআইপি বাংলাদেশ মানবাধিকার কমিশনের বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মাজহারুল হক তপন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার অফিসার ইনচার্জ মোল্লা সোয়েব আলী, গজারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু, কৃষিবিদ ডঃ স্বপন, টেঙ্গারচর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, ইমামপুর ইউনিয়ন এর চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু
গজারিয়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ ফরাজী, বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তম মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এসএম নাসির উদ্দিন মুন্সিগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন মিয়াজী,মানবাধিকার কর্মী আশিফ চৌধুরী অরেঞ্জ সহ প্রমূখ । এ সময় মাহফুজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সাত শতাধিক অসহায় দুস্থদের মাঝে প্যাকেট জাত খাবার সহ বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।