শিরোনাম

মুন্সীগঞ্জের গজারিয়ায় অতর্কিত হামলায় অাওয়ামীলীগ পরিবারের ৩ সহোদর ভাই অাহত

0

নিজস্ব প্রতিবেদক(মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট)ঃ মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া চরচাষী খেয়াঘাটের পল্টন  এলাকায়  শুক্রবার রাত ৮ টায় স্থানীয় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আওয়ামীলীগ পরিবারের ৩সহোদর ভাই সহ মোট ৮ জন আহত হয়।

আহতরা হলেন গুয়াগাছিয়া  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা  গুয়াগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাইয়ুম খানের ৩ ছেলে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি কামরুল ইসলাম খান,মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সজীব খান, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সেতু খান কে দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।

আশংকা জনক আবস্থায় তিন সহোদর ভাইকে দাউদকান্দি (গৌরিপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি করা হয়। আহতদের অভিযোগ সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিয়েছে  গুয়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন নিজেই। দাইয়ুম খানের ছেলে রাজিব খান বাদী হয়ে গুয়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনকে প্রধান আসামী করে ১২ জনের নামে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মামুনুর রশিদ মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেটকে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.