এস এম নাসির উদ্দিন# মুন্সীগঞ্জের গজারিয়ায় ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন,আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি,গজারিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক মোহাম্মদ আরফিন,উপজেলা সমবায় অফিসার সন্ধ্যা রানী সরকার, অনুষ্ঠান সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান(জাতীয় সমবায়ী) ও বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সীগঞ্জ অঞ্চলের সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন এবং উপজেলা সমবায়ী বৃন্দ।