মুন্সীগঞ্জের গজারিয়ায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ৪দিন পরেও অস্ত্র উদ্বার হয়নি !!!
৫জন গুলিবিদ্ধসহ আহত ২২, ককটেল উদ্ধার, আটক ৫
এস এম নাসির উদ্দিন # মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার যোল আনি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের সংঘর্ষে গত শনিবার ৫জন গুলিবিদ্ধসহ আহত ২২, ককটেল উদ্ধার, আটক ৫ ঘটনায় পৃথক দুটি মামলা রজু করা করা হয়েছে।
