শিরোনাম

মুন্সীগঞ্জের গজারিয়ায় আন্ত সড়কে বাস সার্ভিস চালুর প্রতিবাদে সিএনজি অটোরিকশা চালকও মালিকদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল!!

0

এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট)ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় আন্তঃ সড়কে বাস সার্ভিস চালুর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে গজারিয়া আঞ্চলিক সড়ক সিএনজি ও অটোরিকশা চালকরা ও মালিকরা। গতকাল শুক্রবার বিকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক মিলন সিকদার জানান,            গজারিয়ার প্রধান আঞ্চলিক সড়কটিতে বাস সার্ভিস চালু হলে আঞ্চলিক সড়কে চলাচলরত আমাদের প্রায় ১ হাজার সিএনজি, অটোরিকশাচালক বেকার হয়ে পড়বে।।                   বিক্ষোভ মিছিলটি ভবেরচর বাসস্ট্যান্ড থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে গজারিয়া হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশ চলাকালে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন আল রশিদ ঘটনাস্থলে এসে চালকদের সঙ্গে ঐকমত্য পোষণ করে বাস সার্ভিস চালু হবে না বলে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সমাবেশ বন্ধ করেন।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.