মুন্সীগঞ্জের গজারিয়ায় ভিশন ৩য় মহাসম্মেলন প্রস্তুুতি মিটআপ অনুষ্ঠিত
চাকরী করবো না, চাকরী দেবো"
নিজস্ব প্রতিবেদক (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট)ঃ “চাকরী করবো না, চাকরী দেবো”
এই শ্লোগানে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় বাউশিয়া উন্নয়ন সমিতি মার্কেট ভবেরচর বাসস্ট্যান্ডে ভিশন ৩য় মহাসম্মেলন প্রস্তুুতি মিটআপ অনুষ্ঠিত হলো। বাংলাদেশের ৬৪ জেলার ও ৫০ টি দেশের প্রায় ৫০০,০০০+ তরুণ-তরুণীদের প্লাটফর্ম “নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন”। প্লাটফর্ম এর প্রতিষ্ঠিতা চেয়ারম্যান ও সভাপতি আমাদের লাখো তরুণের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ। আমরা শুধু স্বপ্ন দেখাইনি, কিভাবে স্বপ্নকে বাস্তবায়ন করতে হয় তা শিখিয়েছি টানা ৯০ দিন ধরে এক একটি ব্যাচে।
অাগামী ৯ জানুয়ারি ২০২১ সম্মেলনের মাথায় রেখে সারাদেশে চলছে উপজেলা প্রস্তুতি মিটআপ। ধারাবাহিকতা বজায় রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আজ তৃতীয় মিটআপ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সীগঞ্জ অঞ্চলের সাধারণ সম্পাদক এস.এম.নাসির উদ্দিন, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোর-ভলেন্টিয়ার কামরুল হাসান কোর-ভলেন্টিয়ার প্রোগ্রাম পরিচালনা করেন আল ইমরান(উপঃএম্ভাসেডর) ও শাহানাজ পারবিন (উপঃএম্ভাসেডর)। আরো উপস্থিত ছিলেন উদ্দ্যোক্তা ও ব্যবসায়ী রুবেল খাঁন , উদ্দ্যোক্তা ও ব্যবসায়ী আফজাল রাকিব সাগর ব্যবসায়ী সহ আরো নতুন প্রিয় সদস্য। যেখানে উক্ত মিটআপের সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছেন জেলা এম্ভাসেডর অমিত হাসান সহ সকল ভলেন্টিয়াররা। নতুনদের দিক নির্দেশনামূলক পরামর্শ ও সকলকে একযোগে কাজ করার জন্য আহ্ববান করা হয়েছে।