নিজস্ব প্রতিবেদক ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট হাসান সাদী, উপজেলা মৎস্য অফিসার, নৌ-পুলিশ ও কোস্ট গার্ড এর সার্বিক সহযোগিতায় গতকাল ১৫ অক্টোবর বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মেঘনা নদীতে টানা ৩ ঘন্টা অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট হাসান সাদী, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ও মস্য সংরক্ষণ আইনে১৯৫০ এর ৫/১ ধারা ভঙ্গ করার অপরাধে ৭ জনকে বিনাশ্রম কারাদন্ড ও ১ জনকে ১ হাজার টাকা জরিমানা করেন।