শিরোনাম

মুন্সীগঞ্জের গজারিয়ায় মা’ ইলিশ রক্ষা অভিযানে দুই জনকে জরিমানা

0

এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় অদ্য ২১ অক্টোবর, ২০২০ বুধবার দিন বিকাল ৪.০০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত টানা ৪ ঘন্টা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন,উপজেলা মৎস্য অফিস, নৌ পুলিশ ও কোস্ট গার্ড এর যৌথ সহযোগিতা এবং যৌথ উদ্যোগে মা’ ইলিশ রক্ষায় অভিযান করা হয়।অভিযানে নেতৃত্বে ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট হাসান সাদী।ভ্রাম্যমান অভিযানে ২(দুই) জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫/১ ধারা ভঙ্গ করার অপরাধে ৫,০০০(পাঁচ হাজার) টাকা করে মোট ১০,০০০(দশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং১টি ইঞ্জিন চালিত নৌকা প্রায় ১০(দশ) হাজার মিটার কারেন্ট জালসহ নদীতেই আগুনে পুড়িয়ে দেয়া হয়।

গজারিয়া উপজেলা সুশীল সমাজের কয়েকজন মুন্সীগঞ্জ নিউজ 24 ডট নেটকে জানান গজারিয়া উপজেলা প্রশাসন মা’ ইলিশ রক্ষায় অত্যন্ত তৎপর ও কঠোরতার সাথে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। মানুষের উচিত মৎস্য সম্পদ রক্ষায় সচেতন হওয়া।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.