শিরোনাম

মুন্সীগঞ্জের গজারিয়ায় সোনারং তরুছায়া বৃক্ষ উৎসব পালিত

0

এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়ায়  আজ বুধবার বিকাল ৩ টায় সোনারং তরুছায়া আয়োজিত সোনারং তরুছায়া বৃক্ষ উৎসব ২০১৯খ্রিঃ পালিত হয়েছে।

সোনারং তরুছায়ার পরিচালক কাজী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আর্কিটেক্ট নভের গওহর, জাপান প্রবাসী সাংবাদিক রাহমান মনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন, অভিনয় শিল্পী সোহানা সাবা, ব্রাক ইন্টারন্যাশনাল হিউম্যান রির্সোসের ডিরেক্টর শারমিন সুলতান জয়া,ভবেরচর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটন  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের গজারিয়া উপজেলার সভাপতি এস এম নাসির উদ্দিন, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সারোয়ার আহম্মেদ ফরাজী,বাংলাদেশ মানবাধিকার কমিশনের গজারিয়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফরাজী,  হুমায়ন কবীর,হাজী মাহবুবুল আলম শিপলু, সাংবাদিক রিপন ,শিক্ষক মোস্তফা কামাল  সহ বৃক্ষপ্রেমী শিশু কিশোররা অনেকেই । সোনা রং তরু ছায়া থেকে  বৃক্ষপ্রেমী হিসেবে   সম্মাননা পেয়েছেন বাংলাদেশ গ্রীন বৃক্ষ মুভমেন্টের সভাপতি প্রকৌশলী মোঃ গোলাম হায়দার,সীডস ফর আস এর স্বত্তাধিকারী ফারহান ফেরদৌস,বন বৃক্ষ নার্সারীর  স্বত্তাধিকারী নাছির উদ্দিন সিকদার,সোনা রং তরু ছায়ার শ্রেষ্ঠ ক্ষুদে বাগানি হিসাবে পুরুস্কার পেয়েছেন মেহরীন কামাল নুহা,  সোনা রং তরু ছায়া থেকে   সমাজ সেবী রওশন আরা স্মারক রচনা প্রতিযোগিতায় ক বিভাগে ১ম হয়েছেন তাসনুবা তাবাবী ,২য় হয়েছেন রাহাদ মুনতাসিন চঞ্চল. ৩য় হয়েছেন রিদোয়ান আহম্মেদ।  সহ বৃক্ষপ্রেমী শিশু কিশোররা

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.