মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এস এম নাসির উদ্দিন, ( মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বুধবার বিকাল ৫ টায় উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন জেএমআই রেষ্টুরেন্টে আলোচনা সভা,র্যালী,দোয়া মাহফিল ও কেক কাটা হয়।অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি মোঃকামরুল ইসলাম খাঁনের সভাপতিত্বে ও সদ্য সাবেক যুগ্ম সম্পাদক আবু সালেহ প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক সাঃসম্পাদক মোঃসারোয়ার আহম্মেদ ফরাজী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনবৃহত্তর মুন্সিগঞ্জ অঞ্চলের সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী এস এম নাসির উদ্দিন
সাবেক সহ-সভাপতি আজিজুল হক পার্থ,জেলা সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন,সাবেক উপজেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি আল-আমিন মোল্লা,সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ এর গনসংযোগ ও সাংবাদিকতা বিষয় সম্পাদক মোঃমফিজুল ইসলাম,উপ-প্রচার সম্পাদক মোঃনাজমুল হুদা মোল্লা,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃসোহেল হোসেন,উপজেলা তাঁতীলীগের সভাপতি মনিরুজ্জামান তালুকদার তপন,সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শিকদার মোঃজামান,সিনিয়র সাংবাদিক জুয়েল দেওয়ান আবু তাহের, ফেরদৌস ওয়াহিদ টিটু,ফয়সাল আহম্মেদ বাবু,আলী আজম খান প্রমুখ।