মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউ পি উপ-নির্বাচনে মনিরুল হক মিঠু বিজয়ী
নিজস্ব প্রতিবেদক (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ১০টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়। আজ সকাল ৯টা শুরু হয় বিরতিহীন ভাবে শান্তিপূর্ন পরিবেশে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলে। সকাল থেকেই এসব কেন্দ্রের অধিকাংশতেই ছিল ভোটারদের উপস্থিতি।
হোসেন্দী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৮৪৪ জন। মনিরুল হক মিঠু (নৌকা মার্কা) ৫৬৭৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাজী আক্তর হোসেন (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৮৫ ভোট। মনিরুল হক মিঠু ২৭৯১ ভোটের ব্যবধানে বিজয়ী হন ।
এদিকে হেসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অবাদ,সুষ্ট ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি,আনসার সহ আইন শৃংখলার প্রায় ৫ শতাধিক সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল।
এরইমধ্যে এই নির্বাচনকে ঘিরে, প্রচারণার শেষ দিন কয়েক দফা সংঘর্ষের ঘটনায় থানায় দুটি মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান মাহবুবুল হক মজনুর মৃত্যুর কারণে পদটি শূন্য হওয়ার কারনে ৩০ ডিসেম্বর সোমবার হোসেন্দী ইউনিয়ন চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হল।