মুন্সীগঞ্জের গজারিয়ায় ৯ম শ্রেণীর শিক্ষার্থী চিরকুট লিখে আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিষদোন ভাটেরচর গ্রামে গতকাল মঙ্গলবার আনুমানিক ছয়টার দিকে ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থী জয়া (১৫)চিরকুট লিখে নানা কফিল উদ্দিনের বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ।

এই সময় তার মা জাহানারা বেগম ওরফে রানু বাড়িতে ছিলেন না । জাহানারা বেগম মুন্সিগঞ্জ নিউজ ২৪ ডট নেটকে জানান অামি দীর্ঘদিন যাবত ১ ছেলে ১মেয়ে নিয়ে বাপের বাড়িতে আছি।মঙ্গলবার সকালে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলান। সন্ধ্যার দিকে বাড়িতে এসে দেখি ঘরের ভিতরের দরজা বন্ধ। বার বার ডাকাডাকি করেও দরজা বন্ধ থাকায় দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ওড়না পেচানো ঝুলন্ত লাশ দেখতে পাই। আত্মহত্যার খবর পেয়ে গজারিয়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। গজারিয়া থানায় ্একটি জিডি করা হয়েছে। জিডির তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর হোসেন আলী মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেটকে জানান থানায় জিডি হয়েছে ,লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থানেওয়া হবে । এলাকাবাসী ও আত্মীয় সূত্রে জানা যায় মেয়েটি প্রেম ঘটিত ঘটনার কারনে আত্মহত্যা করেছেন । উপজেলার বৈদ্যার গাও গ্রামের নেছারুদ্দিনের ছেলে তানজিলের (২২) সাথে প্রেমের সম্পর্ক ছিলো । কিছুদিন আগে তানজিলের জন্ম দিনে জয়া তার বান্ধবীকে নিয়ে অংশ গ্রহন করেছিল । সেই জন্ম দিনের অনুষ্ঠানে জয়া, তানজিলা সহ অনেক বন্ধরা অংশ গ্নরহন করেছিল। বিষদোন ভাটেরচর গ্রামের গ্রাম পুলিশ রহিম জানান মৃত্যুর আগে চিরকুটে ৩ জনের নাম লিখা ছিল। চিরকুটেে লিখা তিন জনের বাড়ি বৈদ্দারগাও গ্রামে । এলাকাবাসী জানান চিরকুটে লিখা ৩ জনকে আইনের আওতায় আনা হলে মৃৃত্যু রহস্য উদঘাটন সম্ভব হবে।