শিরোনাম

মুন্সীগঞ্জের গজারিয়া দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ৫জন গুলিবিদ্ধসহ আহত ২২, ককটেল উদ্ধার, আটক ৫

0

এস এম নাসির উদ্দিন ## মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে ৫জন গুলিবিদ্ধসহ ২২ জন আহত হয়েছে।

গুলিবিদ্ধ আহসান বেপারী, শহীদ বেপারী, জাহিদ হাসান রুকু দেওয়ান, শাহপরান ও আবু তাহেরর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহসান বেপারী ও শহীদ বেপারীকে ঢাকা মডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
সংষর্ষকালে ১৫/২০  বাড়িঘর, আবাসন প্রকল্পের ঘর ও আওয়ামীলীগের অফিস ভাঙচুর ও ককটল বিস্ফারণর ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক ও ৯টি ককটেল উদ্ধার করেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনি গ্রামে শাহ আলম মেম্বার, রায়হান এবং সবুজ দেওয়ান গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে গজারিয়া থানার ওসি তদন্ত মামুন আল রসিদ জানান পুলিশ মোতায়েন হয়েছে এবং পাঁচজন আটক ও মামলা প্রক্রিয়াধীন বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে ।

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.