মুন্সীগঞ্জের গজারিয়া বালুয়াকান্দি ইউ পি চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের মতবিনিময় সভা
এস এম নাসির উদ্দিন(মুন্সীগঞ্জ ): মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভ¢ব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের স্থানীয় এলাকাবাসীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিজ বাড়িতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেনগজারিয়া উপজেলা আ’লীগ নেতা আলাউদ্দিন প্রধান, বালুয়াকান্দি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সামসুল হুদা খান মাখন, মোতালেব প্রধান,কাউছার হামিদ রতন, দিন ইসলাম, জাহাঙ্গীর সরকার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল হক , ফরিদ প্রধান,মহিউদ্দিন মাষ্টার, ওয়ারেন্ট অফিসার(অব:) আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন দুলাল ,আলাউদ্দিন,সেলিস মাষ্টার সহ নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তরা বলেন আসন্ন বালুয়াকান্দি ইউ পি নির্বাচনে এলাকার উন্নয়নের জন্য নৌকার পক্ষে শাহ আলমকে প্রার্থী হিসাবে দেখতে চায়।
চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: শাহআলম বলেন বালুয়াকান্দি ইউনিয়নবাসীর খেদমত করার জন্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। সেজন্য এলাকাবাসীর কাছ থেকে দোয়া ও সমর্থন কামনায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মতবিনিময় সভা আয়োজন করেছি।এলাকাবাসী আমাকে ভালবেসে উপস্থিত হয়ে মতবিনিময় সভা অংশ গ্রহন করে আমার পাশে দাড়িয়েছে এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এলাকা বাসীর সুখে দুঃখে আমি সব সময় তাদের পাশে থাকতে চাই। যদি বালুয়াকান্দি ইউনিয়নের জনগন আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাহলে এলাকার উন্নয়নে আমি আমার যথাযথ দায়িত্ব পালন করব।