নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টংগীবাড়িতে পূর্ব শত্রুতার জের ও জমি জমা বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে । এই হামলার ঘটনায় পিতা পুত্র সহ কমপক্ষে ৪জন আহত হয়েছে । আর এ ঘটনায় টংগীবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ও থানার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মে বুধবার সকালে টংগীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ছলিমাবাদ এলাকায় মো. ছানা উল্লাহ দেওয়ান , তার সহদোর আঃ রহমান দেওয়ান ও পলাশ মোল্লা সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন সলিমাবাদ এলাকায় ব্যবসায়ী শহীদুল্লাহ দেওয়ানের বসত ঘরে প্রবেশ করে গালমন্দ করে। তখন তার ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ানের স্ত্রী কল্পনা বেগমকে গালমন্দ করে। কল্পনা বেগম প্রতিবাদ করলে সন্ত্রাসী মো. ছানাউল্লাহ দেওয়ান ও তার ভাই আঃ রহমা দেওয়ান সহ তার সঙ্গীরা কাঠের ডাসা লাঠি ও ইট দিয়ে আঘাত করে এসময় জেনী আক্তার এর উপর হামলা করে তার গলায় থাকা একটি স্বর্নের চেইন ছেনিয়ে নেয় হামলাকারীরা পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে টংগীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায় । পরে আবারো বিকাল ৩টার দিকে সন্ত্রাসী সলিমাবাদ এলাকায় সন্ত্রাসী ছানাউল্লাহ দেওয়ান , তার সহদোর আঃ রহমান দেওয়ান ও পলাশ মোল্লা সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন মিলে শহীদুল্লাহ দেওয়ানের বসত ঘরে হামলা চালায় । হামলাকারীদের প্রতিহত করতে শহীদুল্লার ছেলে মোঃ অয়ন দেওয়ান এগিয়ে আসলে তাকেও বেদম প্রহার করে এসময় অয়ন দেওয়ানের বাবা মো. শহীদুল্লাহ দেওয়ানকে পিটিয়ে ঘুরতর আহত করে ছানাউল্লাহ গংরা । আহতদের আত্ম চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায় । পালিয়ে যাওয়ার আগে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আহত মো. শহীদুল্লাহ দেওয়ান বাদী হয়ে গত ২৬ মে টংগী বাড়ি থানায় একটি এজাহার দায়ের করেন । এঘটনায় আসামী করা হয় স্থানীয় সন্ত্রাসী সানাউল্লাহ দেওয়ান , মো. আব্দুর রহমান দেওয়ান,পলাশ মোল্লা, উরমী আক্তার সহ অজ্ঞাত নামা আরো কয়েকজনকে। স্থাণীয়রা জানান ছানা উল্লাহ দেওয়ান এলাকায় নানা অপকর্ম করে আসছে তার এধরনের কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ট। হামলাকারীদের সকলের বাড়ি সালিমাবাদ এলাকায় । মামলার পর থেকে হামলাকারীরা বাদীদের হুমকি দামকি দিয়ে যাচ্ছে। এব্যপারে টংগীবাড়ি থানার ওসি শাহ আওলাদ হোসেন ৷ মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেটকে৷ জানান এই ঘটনায় বৃহস্পতিবার ২নং আসামী আঃ রহমানকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে । তারা যেখানেই থাকুক তাদের গ্রেফতার করতে পুলিশ একাদিক স্থানে অভিযান চালাচ্ছে।
ূ