অহীদুল ইসলাম রনি(মুন্সীগঞ্জ নিউজ)# মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলার পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া এবং সঙ্গীয় অফিসারগণ ২৩/০১/২০২৩ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১:৪৫ ঘটিকা হইতে ১৬:১০ ঘটিকা পর্যন্ত টংগীবাড়ি থানাধীন আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামীদ্বয় (১)মোঃ আরিফ হোসেন (৩৯) পিং মৃত শামসুল হক শেখ এবং অপর আসামী (২)শেখ মিলন (২৭), (পলাতক) পিং করিম শেখ সর্বসাং আমতলী থানাঃটংগীবাড়ি জেলাঃমুন্সীগন্জ্ঞ হইতে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। রিপোর্ট লেখা পর্যন্ত টঙ্গীবাড়ী থানায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।
পরবর্তী সংবাদ