এস এম নাসির উদ্দিন(মুন্সীগঞ্জ নিউজ) #মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার অদ্য ০৯/০২/২০২৩ ইং তারিখ গোপন সংবাদ মোতাবেক সময় দুপর ১২: ০৫ ঘটিকা হইতে ১৩:২৫ ঘটিকা পর্যন্ত সদর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাছিবুর রহমান এর উপস্থিতিতে মুন্সীগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া ও সঙ্গীয় অফিসারগণ মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করিয়া মুন্সীগন্জ্ঞ থানাধীন পঞ্চসার এলাকাস্থ একটি পরিত্যক্ত স্থানে অভিযুক্ত আসামী (১) মোঃ রহমান (৩৪) পিং মৃত আবু কালাম মোল্লা (২) মোঃ আল আমিন ( ৪২) পিং মোঃ আবদুর রহিম মোল্লা (৩) মোঃ আল আমিন (৩৫),পিং মোঃ দেলোয়ার মোল্লা উভয়ই সাং পঞ্চসার থানা ও জেলাঃ মুন্সীগন্জ্ঞ , (৪) মোঃ শিপন (৪০) পিং মৃত হাফেজ খা সাং বড় জায়ইল্লা থানাঃ হিজলা জেলাঃ বরিশাল এদের কে গাঁজা সহ গাঁজা সেবনরত অবস্থায় আটক পূর্বক তাহারা জনসাধারনের শান্তি শৃঙ্গলা বিনস্ট করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদেরকে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০০/-টাকা অর্থদন্ড প্রদান করেন ৷
আগের সংবাদ