শিরোনাম

মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিক্সার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ডালিয়ার মৃত্যু

0

এস এম নাসির উদ্দিন(মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ডালিয়া বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।বুধবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার পাটাভোগ কল্লিগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ডালিয়া বেগম উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধ্যার দিয়া গ্রামের জামাল খানের স্ত্রী।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন  মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেটকে বলেন, ডালিয়া বেগম দুই সন্তান ও স্বামীসহ অটোরিক্সায়   করে পাটাভোগ গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন। অটোরিক্সাটি কল্লিগাঁও সড়কে পৌঁছালে ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে ফাঁস লেগে যায়। কয়েক মুহূর্তের মধ্যে ডালিয়ার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি।

তিনি আরও জানান, সোয়া ৫টার দিকে নিহতের লাশ উদ্ধার করে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়। পরে নিহতের স্বজনরা তার লাশ নিয়ে যান।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.