মুন্সীগঞ্জের সাবেক এসপি শফিকুল ইসলাম অতিরিক্ত অাইজিপি
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) ঃ মুন্সীগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার বর্তমান বরিশাল রেঞ্জের ডি অাই জি শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)অতিরিক্ত আইজিপি পদে পদোোন্নতি হয়েছেন। অতিরিক্ত আই জি পি ব্যাচ পরিয়ে দিচ্ছেন পুলিশের আইজিপি।