মাসুদ রানা (মুন্সীগঞ্জ প্রতিনিধি) : মুন্সীগঞ্জে অরাজনৈতিক ইসলামিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ।কাউন্সিলে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির নাম ঘোষনা করা হয় । সভাপতি নির্বাচিত হন আলহাজ¦ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাও.মঈন উদ্দিন আল কাদেরী, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আরিফুজ্জামান দিদার । গতকাল শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে মুন্সীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কাউন্সিল প্রায় ৪শ নেতাকর্মী উপস্থিতিতে আগের কমিটির ভেঙ্গে দিয়ে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয় । তিন বছর মেয়াদীর এই নতুন কমিটিতে সংঘটনটির উপদেষ্টা হিসাবে নাম ঘোষনা করা হয়, মাওলানা মনছুর আহমদ মোছাদ্দিদী, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব। কাউন্সিল অধিবেশনের পরে সংগঠনের নেতা কর্মীরা মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদমূলক অপকর্মের বিরুদ্ধে ইসলামিক আলোচনা করেন।