শিরোনাম

মুন্সীগঞ্জে নতুন করে ১৬ জন করোনা রোগী শনাক্ত

0

এস এম নাসির উদ্দিন( মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) #
মুন্সীগঞ্জে নতুন করে আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মুন্সীগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। নতুন শনাক্তের মধ্যে ১০ জন নারী ও ৬ জন পুরুষ।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে সদর উপজেলার সিপাহীপাড়ায় ৭ নারী ও ৩ জন পুরুষ। এছাড়া সিরাজদিখান, গজারিয়া ও শ্রীনগর উপজেলায় একজন করে নারী ও পুরুষ আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, গত ২২ এপ্রিল হতে ২৪ এপ্রিল পর্যন্ত পাঠানো ৮১টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে রিপোর্টে ১৬ জন ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো মোট ৭৫ জন।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.