মুন্সীগঞ্জে বন্যায় রাস্তা ফাটল জন দূর্ভোগের শেষ নেই!!
তোফাজ্জল হোসেন শিহাব (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) ঃ মুন্সীগঞ্জে পদ্মা, মেঘনা, ও ধলেশ্বরী নদীর পানি বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পর্যন্ত জেলায় ৪৪ টি ইউনিয়নের ৩১৯ টি প্লাবিত হয়েছে। সেই সাথে ক্ষয় ক্ষতির পরিমান ও অনেকটাই। মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মোল্লাপাড়া বাজার থেকে শুরু করে চর কিশোর গঞ্জ পূর্বপাড়া গ্রাম পর্যন্ত ২ কি. মি পাকা রাাস্তা নদির পাড় সংলগ্ন গাইড ওয়াল ২০১৮ সালে ১কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়। সম্প্রতি বন্যায় ধলেশ্বরী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে অনেক কৃষি জমি। পাশাপাশি ঢেউয়ের প্রচন্ড আঘাতে ওয়াল সহ রাস্তায় দেখা দিয়েছে ফাটল। মাটি সরে গিয়ে পানি সাপ্লাইয়ের পাইপের ও বেহাল অবস্থা। যে কোন সময় ভুুুুমি ধসে রাস্তার এক পাশ ভেঙ্গে যাওয়ার আশংকা করছে গ্রামবাসি। এতে করে জন জীবনে আসতে পারে চরম ভোগান্তি। দূর্ঘটনা এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান এলাাকাবাসি।