মুন্সীগঞ্জে বায়োফ্লগে উদ্যোক্তা– সাইদ
মোঃ তোফাজ্জল হোসেন শিহাব (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) :মুন্সীগঞ্জ সদর উপজেলা অর্ন্তগত গনকপাড়ায় মাছ চাষের আধুনিক পদ্ধতি বায়োফ্লগে উদ্যোক্তা আবু সাইদ। এই প্রথম কৃত্রিম পদ্ধতিতে বায়োফ্লগে ৩ টি হাউস তৈরি করে তিনি যাত্রা শুরু করেন ৫ মাস আগে। ৩ টি হাউজে তিনি কই, শিং মাছ চাষাবাদ শুরু করেছেন। প্রাথমিক অবস্থায় তিনি ১০০০০ লিটারের হাউজের পানিতে ১০০০০ পিস কই মাছের পোনা অবমুক্ত করেন। মোট ৩ টি হাউজে ৩০০০০ হাজার পিস মাছ রয়েছে। ৩/৪ মাসের মধ্যে এই মাছ বাজরে বিক্রির উপযোগী হয়ে যায় বলে তিনি জানান। বেশ লাভজনক এই বায়োফ্লগে তেমন কোন পরিশ্রম করতে হয় না। এটা করার মাধ্যমে বেকার সমস্যা অনেকটাই কমে যাওয়ার আশংকা রয়েছে। বায়োফ্লগ বেকার সমস্যা দুরীকরনে অসামান্য ভুমিকা পালন করতে পারে। এর প্রশিক্ষন বেশ সহজলভ্য। তাছাড়া যারা করতে ইচ্ছুক তারা অতি সহজে বিনামুল্যে আবু সাইদের কাছে প্রশিক্ষন নিতে পারেন। প্রতিটি এলাকাতে বায়োফ্লগের এই উদ্ধোগটি যদি শুরু করা যায় তাহলে আর্থিক সচ্ছলতা সহ পরিবারের অনেকটাই উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুলত এই বায়োফ্লগ পদ্ধতিতে লোকশানের কোন অবকাশ নেই বললেই চলে। যথাযথ ট্রেনিং নিয়ে এর কার্যক্রম শুরু করলে এর সফলতার নিশ্চয়তা অনেকটাই।