শিরোনাম

মুন্সীগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার জমি সহ ৫০৮টি ঘর

0

এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট): মুন্সীগঞ্জে  মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জের ৬টি উপজেলার ৫০৮ পরিবারকে জমি ও সেমি পাকা ঘর ও দলিল ও ডিসিআর হস্তান্তর করেন।


শনিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর পরপরই মালিকদের জমির দলিলসহ ঘর বুঝিয়ে দেন জেলা প্রশাসন মনিরুজ্জামান তালুকদার।

ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রান্তে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম গজারিয়া, উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী সহকারী কমিশনার ভূমি ইমাম রাজি টুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আতা্উর রহমান নেকি,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, গজারিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো: শহিদুল্লাহ,গজারিযা থানার অফিসার ইনচার্জ মো: রইছ উদ্দিন,গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মো: আরফিন,বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সীগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও গজারিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এস এম নাসির উদ্দিন,বাউসিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান ভবেরচর ইউনিয়নের চেয়ারম্যান সাইদ মো: লিটন,গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব ভূইয়া,হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু,বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল,টেঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন মাষ্টার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সুশীল সমাজ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার জানান, , গজারিয়া উপজেলায় ১৫০টি,সদর উপজেলায় ১০০টি লৌহজং উপজেলায় ১৪৩টি, সিরাজদিখান উপজেলায় ২৫টি, টঙ্গীবাড়ি উপজেলায় ২০টি, শ্রীনগর উপজেলায় ৭০টি পরিবার  জমি ও ঘড় পেয়েছেন । ‘ক’ শ্রেণির পরিবারের অন্তভুক্ত ভূমিহীন, গৃহহীন ছিন্নমূল অসহায় দরিদ্র জনগোষ্ঠী ৫০৮ পরিবার দুই শতাংশ জমি ও এক লাখ ৭১ হাজার টাকা ব্যায়ে নির্মিত দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘড় দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.