অহিদুল ইসলাম রনি (মুন্সীগঞ্জ নিউ) # মুন্সীগঞ্জের সদর উপজেলায় অদ্য ১১/০১/২০২৩ ইং তারিখ গোপন সংবাদ মোতাবেক সময় বেলা ১১: ১০ ঘটিকা হইতে ১২:৩৫ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা এর উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া সহ সঙ্গীয় অফিসারগণ মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে মুন্সীগন্জ্ঞ থানাধীন পঞ্চসার মোঃ সুমন এর ফল বাগানের ভিতর অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামী (১) মোঃ আজিজুর রহমান (৩৫) পিং আব্দুল জলিল স্বপন সাং আব্দুল্লাহপুর,থানাঃ টংগীবাড়ি (২) মোঃ হাসান ইমন (১৯) পিং মোঃ হেলাল ব্যাপারী সাং পঞ্চসার এবং (৩) মোঃ নুরে আলম (৩৫) পিং মৃত আবুল হাসেম সাং নয়াগাঁও উভয়ই থানাঃ মুন্সীগন্জ্ঞ ও সর্ব জেলাঃ মুন্সীগন্জ্ঞ এদেরকে গাঁজা সহ গাঁজা সেবনরত অবস্থায় আটক পূর্বক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদেরকে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০০/-টাকা অর্থদন্ড প্রদান করেন ৷