এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট)# মুন্সীগঞ্জে অদ্য ২৮ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সময় বেলা ১৪: ১০ ঘটিকা হইতে ১৫:০৫ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা এর উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম এবং সঙ্গীয় অফিসারগণ মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে মুন্সীগন্জ্ঞ থানাধীন মুক্তারপুর পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পার্শ্বে পরিত্যাক্ত স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামী (১) মোঃ রফিকুল ইসলাম (৪৫) পিং মোঃ আঃ মতিন ব্যাপারী সাং পঞ্চসার (২) মোঃ হারুন অর রশিদ (৫৫) পিং মৃত মান্নান ব্যাপারী সাং পঞ্চসার এবং (৩) মোঃ হ্নদয় খান (২৭) পিং মৃত তাহের আলী খান সাং সিপাইপাড়া সর্ব থানা ও জেলাঃ মুন্সীগন্জ্ঞ এদেরকে হেরোইন সহ হেরোইন সেবনরত অবস্থায় আটক পূর্বক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদেরকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০০/-টাকা অর্থদন্ড প্রদান করেন ৷