শিরোনাম

মুন্সীগঞ্জে হেরোইন সেবনরত অবস্থায় ৪জন গ্রেপ্তার !!

0

এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট)  # মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার এলাকায়  অদ্য ১৩/১২/২০২২ ইং তারিখ মুন্সীগঞ্জের মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তর  গোপন সংবাদ  মোতাবেক বেলা ১৩ : ০৫ ঘটিকা হইতে ১৪:৪৫ ঘটিকা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট  হাছিবুর রহমান এর উপস্থিতিতে মুন্সীগঞ্জের মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া এবং সঙ্গীয় অফিসারগণ  মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে মুন্সীগন্জ্ঞ থানাধীন পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পার্শ্বে একটি পরিত্যক্ত স্থানে অভিযুক্ত আসামী (১) মোঃ কামরুল ইসলাম (৪৮) পিং মৃত আঃ রব (২) মোঃ মিন্টু ত্রিয়া ( ৪৫) পিং লোয়াই শিকদার (৩) মোঃ রিপন দেওয়ান (৫৫),পিং মোঃ বারেক হাজী (৪) মোঃ জালাল হোসেন (৫০) পিং মৃত রিয়াজুদ্দিন শেখ সর্ব পোঃ পঞ্চসার থানা ও জেলাঃ মুন্সীগন্জ্ঞ এদের কে হেরোইন সহ হেরোইন সেবনরত অবস্থায় আটক পূর্বক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদেরকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেকে ১০০/-টাকা অর্থদন্ড প্রদান করেন ৷

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.